যে ৭টি কারনে ব্যবসায়ীরা সফল হতে পারে না?

যে ৭টি ভুল কখোনই আপনার ব্যবসায় থাকা যাবে না? কারণ, এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলে আপনি হতে পারবেন সফল ব্যবসায়ী কঠোর পরিশ্রম ও ধৈর্য্য সাপেক্ষে।

এটাও ভুলা যাবে না যে, পরিশ্রম ও র্ধৈয্যে মিলে সফলতা।

  1. Business সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা।
  2. শুরুতেই অধিক Invest করা।
  3. সঠিক টিম গঠন করতে না পারা।
  4. আত্মবিশ্বাস কম থাকা।
  5. অন্যের Business Copy করা।
  6. Business ভবিষ্যৎ।
  7. তথ্য প্রযুক্তির ব্যবহার না করা।
Business Knowledge
Business Knowledge

Business সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা

এটি হাঁস্যকর হলেও সত্য যে আমাদের দেশের অনেক ব্যবসায়ী ব্যবসা শুরু করেন শুধু ব্যবসায়ে লাভ্যাংশের কথা চিন্তা করে ।

ব্যবসা সম্পের্কে সঠিক জ্ঞান বা ধারণা নেই তবুও ব্যবসা পরিচালনা করছে। এক্ষেত্রে ব্যবসায় লস খাওয়ার সম্ভাবনাটায় অধিক বেশি।

যেমন: আপনি একটি আইটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন কিন্তু আপনার আইটি সম্পর্কে সঠিক ধারণা নেই । আপনি আইটি Person Hire করে পরিচালরনা করছে।

হ্যাঁ, আপনি লাভবান হতে পারেন কিন্তু লস খাওয়ার সম্ভাবনা খুবই বেশি । এভাবে ব্যবসার প্রসার ঘটানো সম্ভব নয়।

সবসময় চেষ্টা করবেন আপনি যে ব্যবসার সাথে যুক্ত আছেন তার অদ্য-পান্ত জানা যতটা সম্ভব।
ধরেন, যদি আপনি কাপড়ের ব্যবসা করেন,

  1. কাপড় ও কাপড়ের সুতা সম্পর্কে জানা।
  2. কাপড় তৈরিতে কেমন খরচ হয় বা মুজুরি সম্পর্কে জানা।
  3. কোথায় কোন কাপড়ের কেমন দাম ।
  4. মার্কেটের চাহিদা সম্পর্কে জানা।
  5. কাপড় তৈরিতে খরচ বা পাইকারি কিনতে কেমন খরচ হচ্ছে ও বাজার মূল্য সম্পর্কে জানা।

আশা করি, আপাদের একটু হলেও ধারনা দিতে পেরেছি যে ব্যবসা করতে হলে কতটুকু ব্যবসা সম্পর্কে জানা প্রয়োজন।

Business invest
Business invest

শুরুতেই অধিক Invest করা

আমাদের মাথায় মনে হয় প্রথাগত ভাবে একটি ভূত চেপে রয়েছে। ব্যবসা করতে হলে অধিক টাকা প্রয়োজন। কারণ, টাকায় টাকা আনে।

কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন ব্যবসায় যারা পৃথিবীর মধ্যে এত বড় বড় ব্যবসায়ী প্রায় সকলেরই ব্যবসা শুরু হয়েছে অল্প পুজি থেকে। এটাও সত্য যে পুজি ছাড়া ব্যবসা হবে না।

যে পুজি বা অর্থ খরচ না করলে শুরু করতে পারছেন না ততটুকু পরিমান Invest করুন।
সবসময় চেষ্টা করবেন,

“আয় অনুযায়ী ব্যয় বা Invest করতে ”

আপনার অর্থের সঠিক মূল্য়ায়ন আপনার ব্যবসায় হচ্ছে কিনা সেটা ভেবে দেখবেন।

Business Power
Business Power

সঠিক টিম গঠন করতে না পারা

একটি টিম বা সঠিক কর্মী যদি বাছাই না করতে পারেন বা তাদের কে সঠিক ভাবে পরিচালনা করতে না পারেন তাহলে আপনার ব্যবসায় সফলতা থেকে ঋণে জরজরিত হবে বেশি।

একটি টিমকে সঠিকভাবে পরিচালনা করা যেমন জরুরী তেমনই তাদের KPI (Key Performance Indicator) সেট করা ।
আমি একটি আইডিয়া দিচ্ছে যে কীভাবে আপনি আপনার কর্মী বা টিমকে আপনার ব্যবসায় আরো মনযোগী করে তুলবেন?

আপনি একজন কর্মীকে যত টাকাই পারিশ্রমিক বা বেতন প্রতি মাসে দেন না কেন। শুধু পারিশ্রমিক দিয়ে তাকে খুশি রাখতে পারবেন না।

আপনি যদি তাকে প্রতিদিন সকালের নাস্তা দেন বা বিশেষ দিন গুলোতে ছোট কোন গিফট । যেমন: তার প্রথম জয়েনিং ডেটগুলো বা হতে পারে তার জন্মদিন।

এসব অল্প টাকা খরচ হলেও আপনার প্রতিষ্ঠানের প্রতি তাদের বিশেষ ভালোবাসার সৃষ্টি হবে এর ফলে তারা আপনার প্রতিষ্ঠানের সাথে আরো মনোযোগের সাথে কাজ করবে। তারা সহজে জব ছাড়তে চইবে না ।

অত্মবিশ্বাস কম থাকা

ধরেন, আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় লস খেয়ে অত্মবিশ্বাস যদি আপনার কমে যায় তাহলে অগ্রসর হওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে আপনার জন্য।

নিজে কাজের উপর নিজের বিশ্বাস থাকতে হবে আর অন্যের কথায় সবসময় কান দেওয়া যাবে না ।
একটি গল্প বলছি আশা করি এই গল্পের মাধ্যমে বিষয়টা আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবেন,

এক লোক একদিন, স্ত্রী ও গাধাকে নিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর কিছু লোকের সাথে দেখা। তারা বলছিল, এই লোকটি কেমন বোকা গাধা থাকতে স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে ।
পরে লোকটি তার স্ত্রীকে গাধার পিঠে চড়িয়ে হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর কিছু লোকের সাথে দেখা। তারা বলছিল, এই লোকটি কেমন বোকা স্ত্রীকে গাধার পিঠে চড়িয়ে নিজে হেঁটে যাচ্ছে।
পরে লোকটি তার স্ত্রীর সাথে গাধার পিঠে উঠে যাচ্ছিল।
কিছু দূর যাওয়ার পর কিছু লোকের সাথে দেখা। তারা বলছিল, এই লোকটি কেমন স্বার্থপর গাধার উপর বসে বসে যাচ্ছে। নিরিহ প্রাণীকে কষ্ট দিচ্ছে।
এই কথা শুনে লোকটি তার স্ত্রী ও গাধাকে নিয়ে পূর্বের ন্যায় হাঁটা শুরু করলো।…

তুমি যে অবস্থাতে থাকো না কেন মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই বা তোমার ব্যবসা নিয়ে, নিজে সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন নিজের কাজে বিশ্বাস রাখুন।

অন্যের Business Copy করা

আসলে আমাদের দেশে আমি যেটা বেশি দেখি একজন একটি ব্যবসা করে কোটি টাকা উপার্জন করছে । কাজ হয়ে গেছে কপি শুরু …

মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিছু না কিছু বিশেষ গুণ দিয়েছে । আপনি আপনা গুণটি খুঁজে বের করুন আর ব্যবসা শুরু করুণ সফল আপনিও হবেন।

অন্যের ব্যবসা আংশিক কপি করা যাবে, আমরা যেটা করি হুবুহুব কপি, সেটা হতে পারে ওয়েবসাইট, তাদের মার্কেটিং ইত্যাদি Follow করার চেষ্টা করি ।

কপি এভাবে করবেন না, আপনি চেষ্টা করবেন তার ব্যবসার কোন কোন পয়েন্ট দুর্বল ই পয়েন্ট গুলোতে যদি আপনি তার ব্যবসা শুরু করলে Strong হতে পারবেন কী না, সেটা ভেবে দেখবেন ও সে অনুযায়ী কাজ করলে ভালো কিছু করা সম্ভব। কিন্তু হুবহুব কপি করা যাবে না?

Business ভবিষ্যৎ

বর্তমান ও অতীত ভেবে ব্যবসা শুরু করলে ভবিষ্যৎ অন্ধকারে পরিণত হতে পারে । তাই আপনি চেষ্টা করবেন Future Business Value অনুসারে ব্যবসা শুরু করা উচিত।

আমার মতে যদি কোন ব্যবসার ভবিষ্যৎ না থাকে তাহলে ব্যবসা করার দরকার নেই।কথাটি শুনতে ভালো না লাগলেও বাস্তবতা এটিই।

Business Customer
Business Customer

তথ্য প্রযুক্তির ব্যবহার না করা

আপনি ব্যবসা করছেন কিন্তু প্রযুক্তির ব্যবহার করছেন না । হ্যাঁ, এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার ব্যবসা হয়তোবা ভালো চলছে। কিন্তু যারা ব্যবসায় প্রযুক্তির ব্যবহার করছেন না।
তারা প্রযুক্তির মার্কেট হারাবেন।
যেমন ফেসবুক এর একটি উদাহারন দেই,

বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। বাংলাদেশেও এর জনপ্রিয়তা কোন অংশে কম নয় । বাংলাদেশের প্রায় ৫কোটি গ্রাহক ফেসবুক ব্যবহার করে।

মনে করেন, একটি বাজারে ১০ জন লোক গিয়েছে মাছ কিনতে আর ঐ বাজারে ৫ জন মাছ বিক্রেতা মাছ নিয়ে এসেছে ।

তাহলে, প্রত্যেকে মাছ বিক্রি করার সম্ভাবনা দুটি করে ।

কিন্তু যদি এমন হয় যে, একটি বাজারে ১০০০ জন লোক গিয়েছে মাছ কিনতে আর ঐ বাজারে ৫ জন মাছ বিক্রেতা মাছ নিয়ে এসেছে ।

তাহলে বুঝাই যাচ্ছে যে এখানে প্রত্যেকের মাছ বেশ বিক্রি হবে ও লাভবান ও হবে ।

আপনি কিন্তু সেই বাজারে মুদি ব্যবসা করতে চাইবেন যে বাজারে বাজার করতে লোক আসে বেশি ও প্রতিযোগিতা কম বা গ্রাহক চাহিদার তুলনায় বেশি সেখানে কিন্তু আপনি অতি সহজেই লাভজনক ব্যবসা করতে পারবেন।

তেমনি, ফেসবুকে বাংলাদেশের প্রায় ৫ কোটি মানুষ ব্যবহার করছে ও বর্তমান সময়ে মানুষ অধিক সময় ফেসবুকে দিচ্ছে ও এখান হতে অনেক মানুষ তার প্রয়োজনীয় পন্য কিনছে।

এখানে আপনার ব্যবসার অগণিত গ্রাহক রয়েছে । এখন, সঠিক ভাবে আপনার গ্রহকের কাছে পৌছাতে আপনাকে অবশ্যই ফেসবুকে মার্কেটিং করতে হবে।

শুধু ফেসবুকে সঠিক ভাবে মার্কেটিং করে লক্ষ্য লক্ষ্য বিক্রি আনা সম্ভব। এটি তো মাত্র একটি পেইজের মাধ্যমে ব্যবসা পরিচালনা।

ফেসবুকও একটি সামাজিক Website । আপনার যদি আপনার ব্যবসার Website থাকে তাহলে এর মাধ্যমে আপনি দেশ ও দেশের বাহিরে ব্যবসা করতে পারবেন।
আমারা মানুষ জাতি সহজ জিনিস পছন্দ করি। আর প্রযুক্তি আমাদের জীবনকে আরো সহজ করে দিচ্ছে।

তাই প্রযুক্তির বিকল্প নেই।

আশাকরি এই কন্টেন্টটি ব্যবসায়ীদের উপকারে আসবে। তাই শেয়ার করে দিন আপনার ব্যবসায়ী বন্ধুকে।

ভালো লাগলে কেমেন্টের মাধ্যমে উৎসাহ দিয়ে সহায়তা করবেন ।
ধন্যবাদ।

“যে ৭টি কারনে ব্যবসায়ীরা সফল হতে পারে না?”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন